ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা

  • আপলোড তারিখঃ 17-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 185765 জন
কিশোরগঞ্জে জমে উঠেছে শিল্প  ও বাণিজ্য মেলা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা।  মেলাকে কেন্দ্র করে হাজারো মানুষের পদচারণায় প্রতিদিন মুখর থাকছে মেলা প্রাঙ্গন। মেলা ঘুরে দেখা গেছে, দলে দলে মেলায় আসছেন দর্শনার্থীরা। নারী-পুরুষ, শিশু-কিশোর কিংবা বৃদ্ধ, পরিবারের সবাই প্রিয়জনদের সাথে একটু বিনোদন পেতেই আসছেন শিল্প,  ও বাণিজ্য মেলায়। কিশোরগঞ্জ  জেলা শহরের নতুন স্টেডিয়ামে চলছে মাসীব্যাপী এ মেলা।  গত ২৭ জানুয়ারি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান । জেলায় এমন বড় মেলার আয়োজনে খুশি দর্শনার্থীরা।


দেখা গেছে মেলায় ছোট-বড় শতাধিক স্টল ঠাঁই পেয়েছে। এসব স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, শীতের পোশাক, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিক্স জিনিস, নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র, বুটিকসের টু পিস, থ্রি-পিসসহ নানান ধরনের পণ্য।  আর শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, বায়স্কোপ, ভুতের বাড়িসহ মজাদার বিনোদনমূলক নানা আকর্ষণ। মেলায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদেরও ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে রয়েছে বলে দাবি বিক্রেতাদের। আর উদ্যোক্তা ও ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসা ভালো হওয়ার।


মেলায় আসা দর্শনার্থী মাহিলা  বলেন, পরিবারের সবাই একসাথে মেলায় এসেছি। কেনাকাটার সাথে বিনোদনও পেয়েছি। খুব আনন্দিত আমরা।


জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত   এ মেলা জেলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সুনাম বয়ে আনবে- এ প্রত্যাশা আয়োজকদের। তারা জানান, মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিনই নানা  অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর