বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে প্রথমবারের মতো চট্টগ্রামের পটিয়ায় জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল।
বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল বলেন, রূপরেখাটি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে অগ্রাধিকার ভিত্তিতে ৩১ দফার প্রতিটি দফা নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।
এই ৩১ দফা হচ্ছে দেশ ও জনগণকে নিয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর মানুষের জন্য কী কী করবে, সেটার একটি দলিল দলের ২৭ দফা রূপরেখাকে সম্প্রসারিত করে ৩১ দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি, যেটাকে তখন বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি বলা হয়েছিল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম এ সদস্য আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতা-কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে।
কতিপয় বিপথগামীর হঠকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না। আজ থেকে প্রায় দুই বছর আগে দেশের সাংবিধানিক কাঠামো আর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে বিএনপি ও সমমনা দলগুলো ৩১ দফা কর্মসূচি দিয়েছিল যেটা সংশোধন ও পরিমার্জনের জন্য এখনো উন্মুক্ত।
যাঁরা যে সংস্কারের প্রস্তাবনাই আনুন, আমাদের সংস্কার প্রস্তাবে সেগুলোর সবই অন্তর্ভুক্ত আছে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি নেতারা বলেন বিজয় এখনো অনেক দূরে, সফলতার পথ অনেক দীর্ঘ। আমরা গত সতেরো বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়। বরাবরের মতো তৃণমূল নেতা-কর্মীরা অতন্দ্রপ্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন, আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে।