ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ 20-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 372358 জন
ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলা নৌবাহিনী, কোস্ট গার্ড, র্র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ৪টি মোবাইল সহ কূখ্যাত মাদক ব্যবসায়ী চান্দু মাঝি (৫০) কে আটক করা হয়েছে শুক্রবার (২০ সেপ্টেম্বর)  দৌলতখান উপজেলার ঘুইংগার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।



নৌবাহিনীর এক প্রেস ব্রিফিং এ ল্যাফটেনেন্ট কমান্ডার অপারেশন অফিসার রিফাত জানান, কূখ্যাত চাঁন মিয়া ওরপে চান্দু মাঝি দির্ঘ দিন ধরে এলাকা সহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও মাদক চোরাচালান করে আসছে। গোয়েন্দা সংস্থার এমন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুক্রবার রাত ১:১৫ মিনিট থেকে ভোর ৪:৩০ মিনিট পর্যন্ত নৌবাহিনর, কোস্ট গার্ড, র্র্যাব ও পুলিশ গুইংগার এলাকার চাঁন মিয়া ওরপে চান্দু মাঝির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশী করে ১৫৫টি ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ৯ হাজা ৫০০শ টাকা, একটি দেশীয় অস্ত্র ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।



আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ভোলা সদর ও দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তির যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভোলার দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।



তিনি আরও জানান বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড অপর এক অভিযানে ভোলা সদর থানাধীন আবহাওয়া অফিস রোড এলাকা হতে ভোলা সদরের কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নাছির উদ্দীন নান্নু মিয়া ও তার ছেলে আরিফকে ২টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর