ঢাকা | বঙ্গাব্দ

নব নিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে ইবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ 23-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 369975 জন
নব নিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে ইবি  শিক্ষার্থীদের আনন্দ মিছিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নব নিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয় পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে।



সমাবেশে শিক্ষার্থী বলেন, সরকার পতনের পরে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিলো। ফলে উপাচার্য নিয়োগের দাবিতে আমরা আন্দোলন করি। আন্দোলনে আমরা কিছু শর্ত দিয়েছিলাম আমরা আশা করি সরকার আমাদের দাবির প্রতি গুরুত্ব দিয়েছেন, তাই আমরা একজন দক্ষ অভিভাবক পেয়েছি এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় দূর্ণীতিতে জর্জরিত ছিলো আমরা প্রত্যাশা করি নতুন উপাচার্য এইসব বিষয় গুরুত্বের সাথে দেখবেন উপাচার্যের প্রতি অনুরোধ গণআন্দোলনে শিক্ষার্থী হত্যার পেছনে যারা ছিলেন তাদের কাছ থেকে দূরে থাকবেন।



আমরা এর আগে দেখেছি উপাচার্যকে ঘীরে একটা বলয় তৈরি হয়েছে যারা বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিয়েছে যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করতে পারেন না নতুন উপাচার্যের প্রতি আহ্বান থাকবে এ ধরনের কোনো বলয় তৈরি করা যাবে না আমরা একটি শান্ত ও সুন্দর ক্যাম্পাস চাই। 


প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ১৪ তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ১৪তম উপাচার্য হলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে আগামী ৪ (চার) বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর