ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় নদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 367130 জন
ভোলায় নদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলা; ভোলার চরফ্যাশনে বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীর  থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার আছলামপুর ০৯ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর বেতুয়া লঞ্চ ঘাটের প্রশান্ত পার্ক নামক স্থানে জিও ব্যাগের ওপর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন জানান, বুধবার সকালে স্থানীয় এক রিক্সা চালক আছলামপুর ০৯ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর বেতুয়া লঞ্চ ঘাটের প্রশান্ত পার্ক নামক স্থানে জিও ব্যাগের ওপর এক অজ্ঞাত যুবতীর মরদেহ দেখতে পায়। এসময় জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, ওই যুবতীর মরদেহ স্রোতে ভেসে আসতে পারে। তবে তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ২০ বছর হতে পারে। অজ্ঞাত যুবতীর মরদেহ অক্ষত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর