ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবারের মতো অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে স্বনামে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ 23-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 230418 জন
প্রথমবারের মতো অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে স্বনামে কম্বল বিতরণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের বৈষম্য দুরীকরনের উদ্যোগ শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূল মন্ত্রকে কাজে লাগিয়ে


অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরবিচ্ছিন্ন জনসেবা নিশ্চিতকরণে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় শুরু থেকেই অত্যন্ত আন্তরিক।

 এরই অংশ হিসেবে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে মহাপরিচালক মহোদয়ের তড়িৎ নির্দেশনায় প্রথমবারের মতো স্বনামে ইস্যুকৃত কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


 ইতোমধ্যে ঢাকা জেলা,ঢাকা মহানগরের ৪টি জোন,গাজীপুর,নারায়ণগঞ্জ,চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মহানগরের ২ টি জোন ও রংপুর রেঞ্জের সকল জেলায় অঙ্গীভূত আনসারদের মাঝে প্রায় ২৬,০০০ (ছাব্বিশ হাজার) কম্বল বিতরণ করা হয়েছে। 


'শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা' এই মূলমন্ত্রকে ধারণ করে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আনসার সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির একটি অংশ হিসেবে স্থায়ীভাবে গার্ডে কর্মরত সদস্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

আশা করা যায় চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী চিন্তা ও বলিষ্ঠ নেতৃত্বে সামনের দিনগুলোতে আনসার সদস্যদের সুযোগ সুবিধা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই বাহিনীর স্বার্থে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল আচরণ প্রদর্শন ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য আহবান জানানো হচ্ছে


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর