ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 29-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 363392 জন
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার।


নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের খাসিয়াল উত্তরপাড়া মোল্যা গ্রুপ ও শেখ গ্রুপ এর মধ্যে মারামারির ঘটনা ঘটে।


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামি হাসিব মোল্যা ও মোঃ মিকাইল মোল্যা নামের ২ জনকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত হাসিব মোল্যা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজিরহাট গ্রামের মোঃ বেলাল মোল্যার ছেলে ও মোঃ মিকাইল মোল্যা নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।


গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ২টি ঢাল, ২টি ফুলকুচি, ১টি রামদা, ১টি চাপাতি ও ৮টি সরকি উদ্ধার করেন এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মানুষের জান মালের নিরাপত্তায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর