ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুরের ঘটনায় দুই পক্ষের মীমাংসা হয়েছে: পরিবেশ উপদেষ্টা

  • আপলোড তারিখঃ 04-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140631 জন
মোহাম্মদপুরের ঘটনায় দুই পক্ষের মীমাংসা হয়েছে: পরিবেশ উপদেষ্টা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তারা দুটি পক্ষই এই ঘটনাকে ফৌজদারি অপরাধ মনে করছে না। তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছে না, উভয় পক্ষ আলোচনা করে বিষয়টা মীমাংসা করে নিয়েছে, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না।  


মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগে দুই তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 


রিজওয়ানা হাসান বলেন, মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার বিষয়ে আজ আমরা জেনেছি উভয় পক্ষ পুলিশের সামনে একটি আপোষনামা সই করেছে। যেহেতু দুই পক্ষই সই করেছে, সেটাকেই আমাদের চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। 

তিনি বলেন, মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনও সুযোগ এদেশে নেই। সরকার এটির বিরুদ্ধে সব সময় একটি শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে যেভাবে ছিল সম্পূর্ণভাবে ওইভাবে আমরা ফেরত আনতে পারিনি বা ফেরত আসেনি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনও কোনও জায়গায় এরকম মব এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারে অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিজ কিংবা মোরাল পুলিশিংয়ের কোনও সুযোগ নেই। 


পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। কোন দল চাঁদাবাজি করলো এটা সরকার দেখবে না।  স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাই থাকছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর