ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটি গঠন

  • আপলোড তারিখঃ 13-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 350574 জন
দুর্গাপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুর্গাপুর উপজেলা শাখা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  শনিবার ( ১২ অক্টোবর)  বিকেলে উপজেলার সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক  কর্মী সভার আয়োজন করা হয়। 


সভায় দুর্গাপুর উপজেলার  শ্রমিকদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তোতা।  


মোক্তাদের হোসেন মন্টুর সঞ্চালনায় সভায় এসময়, বক্তব্য রাখেন, দুর্গাপুর বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক  জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল,  পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান  রেজাউল করিম রেজা, বিএনপি নেতা আ: রফিক সরকার, যুবদলের আহ্বায়ক চয়েন উদ্দিন প্রমুখ। 


অনুষ্ঠান শেষে উপজেলা ও পৌর শ্রমিকদল শাখার আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে দুর্গাপুর উপজেলা শাখায়  মো: আলাউদ্দিনকে আহ্বায়ক ও মো: মুনসুর রহমানকে সদস্য সচিব করে ১৬ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  এছাড়াও দুর্গাপুর পৌর শাখায় মো: আবুল কালামকে আহ্বায়ক ও মাহাবুবুল হক রিপনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  এই দুইটি কমিটিকে আগামী ১ মাসের মধ্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর