ঢাকা ০৬:৫৪:১৯ এএম | ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্লাড ডোনেট ক্লাব এর বিশেষ উদ্যোগ

  • আপলোড তারিখঃ 19-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 516057 জন
ব্লাড ডোনেট ক্লাব এর বিশেষ উদ্যোগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জামালপুর কম্বপুরে বেপারী পাড়া গ্রামে ব্লাড ডোনেট ক্লাব,জামালপুর এর বিশেষ উদ্যোগে, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচি এবং সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,গতকাল  সারাদিন ব্যাপি উক্ত কর্মসূচি পালিত হয়,উক্ত আলোচনা সভায়। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন : জনাব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল, প্রতিষ্ঠাতা, বুলবুল জেনারেল হাসপাতাল, জামালপুর। তিনি বলেন মানবতার কাজে যারা করে তারা নিতান্তই ভালো কাজ। 


তিনি বলেন মানবতার সাথে আমি ছিলাম এবং সকলের সাথে মানবতার কাজ করবো,আরো উপস্থিত ছিলেন, প্রধান আলোচক  :জনাব  মোবিন ইসলাম সাবেক, রক্ত বিষয়ক সম্পাদক বিভাগীয় প্রধান, রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর। বাংলাদেশ যুবলীগ জামালপুর জেলা শাখা।


তিনি বলেন ব্লাড ডোনেট ক্লাব এর কমিটি যেন জামালপুর ৭ টি উপজেলাতে হয়। এতে যে সকল সহযোগিতা করার আমি করবো। অনুস্থানে আরো উপস্থিত ছিলেন ডা. সাদাত মাসুদ, এমবিবিএস (আরইউ), মেডিকেল অফিসার, ডা. মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল, জামালপুর।


 ডা. ইসতিয়াক আহমেদ সাকিব, সহকারী মেডিকেল অফিসার, ডা. মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল, জামালপুর।


মোঃ আনোয়ার হোসেন,  সভাপতি রক্তের বন্ধন ঝাউগড়া শাখা।মোঃ ফিরোজ হাসান নাইম সভাপতি ফ্রেন্ডস অর্গানাইজেশন, সভাপতি : জনাব মো: নাজিম ইসলাম শান্ত, সভাপতি, ব্লাড ডোনেট ক্লাব,জামালপুর শহর শাখা। 


সঞ্চালনায়: মোঃ আমানুল্লাহ আকাশ সাধারণ সম্পাদক ব্লাড ডোনেট ক্লাব,জামালপুর। মামুন হোসেন ওরিন, বাপ্পী,আসিফ, ইয়াসিন আরাফাত,রিদয় আহমেদ, মিনহাজ ইসলাম, সজিব,সাগর,উক্ত কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন : বাংলাদেশ ফ্রেন্ডস অর্গানাইজেশন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর