ঢাকা | বঙ্গাব্দ

ভারী বর্ষনে রাস্তার পাশে থাকা গাছ রাস্তাসহ ধ্বসে পড়েছে প্রশাসন নির্বাক

  • আপলোড তারিখঃ 15-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 345886 জন
ভারী বর্ষনে রাস্তার পাশে থাকা গাছ রাস্তাসহ ধ্বসে পড়েছে প্রশাসন নির্বাক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী পাগলী মোড় নামক স্থানে পাকা রাস্তা ধ্বসে পড়েছে পাশে থাকা গাছসহ। বিগত কয়েকদিনের টানা বর্ষনের ফলে রাস্তার পাশে যে সকল স্থানে বড় বড় গাছ নিয়ে রাস্তা ধ্বসে পড়ছে শনিবার (১২অক্টোবর ২০২৪) ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেও কোন সুরাহা হয়নি।


চাটমোহর রেলওয়ে স্টেশন স্টেশন থেকে শরৎগঞ্জ বাজার পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার পাকা রাস্তার দুই ধারেই বড় ছোট বিভিন্ন সাইজের বৃক্ষ চোখে পড়ে। কোন কোন স্থানে পুকুর রয়েছে রাস্তার পাশে, সেখান বৃক্ষও আছে পুকুর পাড়েই। আগামীতে যদি ভারী বর্ষন হয় তাহলে বহু স্থানে গাছ উপড়ে পড়ে রাস্তা ধ্বসে পড়বে।


ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ এর সাথে পুর্বে যোগাযোগ করে বিভিন্ন স্থান সমূহ কে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু দৃশ্যমান অগ্রগতি সাধন করার পুর্বেই তিনি নির্বাহী আদেশে অপসারিত(ক্ষমতাচ্যূত)হন।


রাস্তার পাশে যে সকল স্পর্শ কাতর ও চিহ্নিত স্থানে গাছ রয়েছে, সে সকল স্থানের বৃক্ষ গুলো অতিসত্বর অপসারণ বা কর্তন করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সমাজসেবক মোঃ হাসিবুর রহমান। তিনি বলেন কচুগাড়ী পাগলী মোড়ই শুধু নয় আরো অনেক পয়েন্টে এ রকম রাস্তা ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনই সজাগ হতে হবে। 


ব্যাংক এশিয়া ফৈলজানা শাখার এজেন্ট এস এম মোহসীন আলম বলেন, কুয়াবাসী উসমান গনির বাড়ী, পবাখালী আব্দুল গফুর কাটুর মোড়, সরদার পাড়া সাবান সরদারের বাড়ীর পাশে, পুকুর পাড়া মজনু দোকানদারের বাড়ীর পাশে, সহ আরো অনেক পয়েন্টো রাস্তার পাশে পুকুর ও গাছ থাকার কারনে যে কোন সময় পাকা রাস্তা ধ্বসে যেতে পারে। 


এ প্রসঙ্গে পরিবেশ সম্প্রীতি মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা-র পাবনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক ও গবেষক প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বৃক্ষের বিকল্প কিছু নেই। কিন্তু আমাদের এলাকার রাস্তার পাশে যে সকল পয়েন্টে পুকুর, খাল বা ডোবা আছে, সে সকল স্থানের রাস্তাও খুবই হুমকির মুখে রয়েছে। টানা বৃষ্টি বা ভারী বর্ষনে যে কোন সময় অনেক স্থানে, অনেক পয়েন্টে গাছ সহ পাকা রাস্তা ধ্বসে যেতে পারে। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচিত তদারকি করে যে সকল পয়েন্টে রাস্তা ধ্বসের অতি মাত্রার ঝুঁকি রয়েছে, সে সকল স্থানে রাস্তা রক্ষা করতে তদন্ত কমিটি গঠন করে যথা শীঘ্র দ্রুত সিদ্ধান্ত গ্রহন করতে হবে।


সরকারের সংশ্লিষ্ট বিভাগের নজরদারি ও সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর