ভোলা সরকারি কলেজে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের মারধর ও মোবাইল ছিনিয়ে নিয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় কলেজের ১ নম্বর গেটের সামনে পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কয়েক দফায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর। এছাড়াও কলেজ ক্যাম্পাস এলাকায় বেশ কয়েকবার ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে কোটা বিরোধী শিক্ষার্থীদের হুমকি দেয়।
বেলা ৩টার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী কলেজের সামনের সড়কে একটি মিছিল বের করে। এসময় বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়।
হামলার ভিডিওচিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় এবং দু'জন সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। এছাড়াও ছাত্রলীগের হামলায় স্বাধীন একাত্তর" নামে একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রুবেল গুরুতর আহত হয়।
পুলিশের উপস্থিতিতে এরকম হামলার ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, কোটা বিরোধী শিক্ষার্থীদেরকে মিছিল না করার জন্য অনুরোধ করা হয়েছে। এরপরও তারা মিছিল করায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দিয়েছে এতে দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং একজন সাংবাদিক আহত হয়েছে। যিনি আহত হয়েছেন তাকে পুলিশ উদ্ধার করে নিরাপদে নিয়ে এসেছে।
তবে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি তারা ঘটনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।