ঢাকা ০৭:৪৮:৪৮ পিএম | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বহিরাগতের বিরুদ্ধে ইবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ

  • আপলোড তারিখঃ 15-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 360091 জন
বহিরাগতের বিরুদ্ধে ইবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী বহিরাগত কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) রাত ৮ টার দিকে কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে ভাড়া বাসে এ ঘটনা ঘটে। পরে ইবি থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়া হয়।


অভিযুক্ত জুয়েল আহমেদ রাজু (৪২) ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।


জানা যায়, ভুক্তভোগী ছাত্রী কুষ্টিয়া থেকে ভাড়ন বাসে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসছিলেন। বাসের মধ্যে অভিযুক্ত রাজু তাকে বিভিন্ন ভাবে হেনস্তা করেন। এসময় ঐ ছাত্রীর কাছে টিকিট দেখতে চান রাজু। ভুক্তভোগী টিকিট দেখাতে অস্বীকৃতি জানালে রাজু তাকে হিজাব খোলার জন্য জোর করেন। একটা সময় অভিযুক্ত রাজু ভুক্তভোগীর হাত ধরে টানাটানিসহ বিভিন্ন অশালীন আচারণ করেন। পরে বাস থেকে নেমে তার বন্ধুদের জানালে বন্ধুরা মিলে অভিযুক্তকে ইবি থানায় হস্তান্তর করেন। পরবর্তিতে অভিযুক্ত রাজুর আত্মীয় স্বজনের উপস্থিতিতে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর