ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাহসহ আটক ৩

  • আপলোড তারিখঃ 08-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 318679 জন
গাজীপুরে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাহসহ  আটক ৩ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গাজীপুরের হারিনাল লাগালিয়ায় পুলিশের অভিযানে বেশকিছু দেশীয় অস্ত্র,ইয়াবাহ ও নগদ টাকাসহ ৩ জনকে আটক হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩ টায় লাগালিয়ার হাড়িনাল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক কারবারি মো.আলমগীর হোসেন ওরফে জামাই আলমগীরের বাড়িতে একটি অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি আলমগীর হোসেন পালিয়ে যায়।এসময় তার তিন সহযোগীকে আটক করা হয়।পরে সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র, ১৮শত পিছ ইয়াবাহ ও নগদ ৪১,১৫০/- (একচল্লিশ হাজার একশত পঞ্চাশ)টাকা এবং এই কাজে ব্যবহ্নত ৬ টি মোবাইল ফোনসহ ৩ টি মটর সাইকেল জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, আটককৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। 

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা  প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর