ঢাকা | বঙ্গাব্দ

ভারতে পাচারকালে বিরামপুর সীমান্তে ৩ পাচারকারী সহ বিজিবি কতৃক আটক ৮

  • আপলোড তারিখঃ 09-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 253518 জন
ভারতে পাচারকালে বিরামপুর সীমান্তে ৩ পাচারকারী সহ বিজিবি কতৃক আটক ৮ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে চাপড়া গ্রাম থেকে ভারতে পাচার করার উদ্দেশ্যে একত্রিত  করা ৫ জন এবং পাচারকারি ৩ জনকে অচিন্তপুর বিওপির বিজিবি সদস্যরা আটক করে। আটকের পর বিজিবি সদস্যরা আটককৃতদের বিরামপুর থানায় হস্তান্তর করেছে। থানা পুলিশ মঙ্গলবার (৭ জানুয়ারি) আটককৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।


বিজিবি সূত্রে যানাযায়, বিনা পাসপোর্টে অবৈধ ভাবে ভারতে পাচারের জন্য সীমান্তের ২৯৪/৩ সাব পিলার হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চাপড়া গ্রামে কিছু লোক একত্রিত হওয়ার একটি গোপন সংবাদ বিজিবি বিওপিতে আসলে সোমবার বিকেলে অচিন্তপুর বিওপি সদস্যরা অভিযান চালান। এসময় গ্রামবাসীর সহায়তায় বিজিবি বগুড়া সাবগ্রাম এলাকার মংলা দেবনাথ (৫২), মংলা দেবনাথের তিন ছেলে গণেশ দেবনাথ (৪০), সোহাগ (৩১), বুদা দেবনাথ (৩৫) ও বুদা দেবনাথের ছেলে বিকাশ দেবনাথকে (১৬) এবং দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের কামরুজ্জামান হিটলার (৩৫) ও অনুপ্রবেশের  সহায়তাকারী বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মমিনুর রহমানকে (৩৫) আটক করেন। বিজিবির অভিযানের সময় সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে পলায়নকৃত চাপড়া গ্রামের ছইবুর রহমানকে (৩২) ওপারের  বিএসএফ’র সহায়তায় বিজিবির আটক করেছে। এছাড়া অনুপ্রবেশ সহায়তাকারী আরো ৫ জন পালিয়ে গেছে। পাচারের জন্য একত্রিতরা জানান, তারা দীর্ঘদিন থেকে ভারতে শ্রমিকের কাজ করেন।


কিছুদিন আগে বাড়িতে এসে আবার অবৈধ ভাবে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। বিজিবি তাদের নিকট থেকে ৫টি মোবাইল ফোন, বাংলাদেশি ও ভারতীয় ১৬টি সিমকার্ড, ৪টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, ১টি ভারতীয় আধার কার্ড ও ১টি ভারতীয় প্যানকার্ড জব্দ করেছে।


বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর