ঢাকা ০৬:৩২:৪৭ পিএম | ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা এ নিয়ে দুইদিনে পাবনায় ৩ হত্যা

  • আপলোড তারিখঃ 20-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 335964 জন
ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা এ নিয়ে দুইদিনে  পাবনায় ৩ হত্যা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অদ্য ১৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। উল্লেখ্য গতকাল ২৪ ঘন্টার ব্যবধানে পাবনার হেমায়েতপুর ও মধ্যে শহরে দুটি হত্যাকান্ড সংঘটিত হয় আজকের এই হত্যাকান্ড মিলিয়ে দুইদিনে পাবনায় ৩ টি হত্যাকান্ড সংঘটিত হলো।


ঈশ্বরদীতে নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুচ আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।


নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। গতকাল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে এসেছিলেন।


ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুর্ব শক্রুতার জেরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১৬ জুন রাত সাড়ে দশটার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ মনা নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়। বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর