ঢাকা ০৭:০৩:০৮ এএম | ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই-বিপ্লবে শহীদদের স্মরণে ইবিতে 'রক্তদান ও গেটটুগেদার'

  • আপলোড তারিখঃ 21-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 328267 জন
জুলাই-বিপ্লবে শহীদদের স্মরণে ইবিতে 'রক্তদান ও গেটটুগেদার' ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জুলাই-বিপ্লবে শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রক্তদান ও গেটটুগেদারের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি। বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগীতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে দিনব্যাপী বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষার্থী রক্তদান করেন। 



এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট। এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর প্রচার সম্পাদক মিজানুর রহমান ও প্রোগ্রামটির পরিচালক মেহেদী হাসানসহ সংগঠনটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। 



প্রোগ্রামের পরিচালক মেহেদী হাসান বলেন, 'বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে তাদের আত্নার স্মরণে রক্তদান ও গেটটুগেদার' আয়োজন করেছে।  জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে সামনে সকল ফ্যাসিবাদের দোসরদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। গণঅভ্যুত্থানের স্মরণে এমন উদ্যোগ নেওয়া। ব্যতিক্রমধর্মী কিছু করার জন্য আমাদের এ আয়োজন। শহীদের উৎসর্গ করার জন্য আমাদের এ আয়োজন। আর রক্ত দেওয়া একটা এবাদত। আমরা ডোনারদের কাছ থেকে সারা পাচ্ছি। যারা রক্ত দেয় তারা বুঝতে পারে যে আমার রক্তটা আরেকজনের শরীরে প্রভাহিত হয়। এটা একট প্রশান্তির বিষয়। '




ফোন:০১৫৬৭-৯১০৪২৭ 

তারিখ:২০/১১/২০২৪


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর