ঢাকা | বঙ্গাব্দ

পাবনার বেড়ায় ইজিবাইক-মোটর সাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

  • আপলোড তারিখঃ 21-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 306592 জন
পাবনার বেড়ায় ইজিবাইক-মোটর সাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক মোঃ পরশ(১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইক চালক পুষ্প (৩৫)। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন ইজিবাইক কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন এবং মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়, এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারবো


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর