"বন্ধুর বন্ধনে সমাজের উন্নয়ন" এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারী রোজ বুধবার গরিব অসহায় ৫০০ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
হাইমচর উপজেলার কেভিএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সংগঠনের প্রধান কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মোশাররফ কবিরাজ, কামাল কবিরাজ, ইকবাল ছৈয়াল ,প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম রোমান তুহিন কবিরাজসহ সংগঠনের দায়িত্বশীলদের পরামর্শে সংগঠনের সভাপতি রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন স্যার সাবেক প্রধান শিক্ষক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম রাসেল স্যার ও নেছার স্যার।
এ-সময় উপস্থিত ছিলেন শহিদউল্লাহ কবিরাজ,মোঃমানিক,হৃদয় গাজী,আরিফ,মিঠু, সজীব,রাহাত,জহির। এসময় অতিথিরা তাদের বক্তব্যে মাদকসেবন প্রতিরোধে সবাই কে এগিয়ে আসতে হবে নিজেদের সন্তানের নিজেরা খোঁজ খবর রাখতে হবে,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে করতে হবে,ও বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হবে কিংবা প্রয়োজনীয় ক্ষেত্রে শুধু ব্যবহারের জন্য আহ্বান করেন। অতিথিরা সকল আয়োজকদের ধন্যবাদ প্রদান করেন।