নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতার পর এবার বাংলাদেশের প্রথম কোন নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পেলেন সাথিরা জাকির জেসি। সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সাথিরা জাকির জেসি’র বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়।