ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ভোক্তা অধিকার'র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ 28-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 225650 জন
নড়াইলে ভোক্তা অধিকার'র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলে ভোক্তা অধিকার'র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা, নড়াইলে ২ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা।


নড়াইল সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৭ জানুয়ারি) জেলার ভওয়াখালী এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান।   সংশ্লিষ্ট সূত্রে গেছে, সরকার ঘোষিত নীতিমালায় অনুযায়ী মিল গেট থেকে উৎপাদিত চাউলের বস্তার গায়ে এমআরপি দেয়ার কথা থাকলেও মেসার্স মোল্যা ট্রেডার্স ও রাইস মিলে উৎপাদিত চাউলের বস্তায় তা দেওয়া হচ্ছে না। বরং অন্য মিলের বস্তা এনে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। এছাড়া উৎপাদিত চাউলের বস্তা প্রতি প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রাম কম ওজনে বস্তা বাজারজাত করা হচ্ছে।


অন্যদিকে সাফা বিশুদ্ধ পানি নামের একটি প্রতিষ্ঠানের নেই বিএসটিআই-এর অনুমোদন, নেই বুয়েট ল্যাবেরও অনুমোদন। এছাড়া এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত পানির জারে নেই এমআরপি। এসব অপরাধে ভোক্তা অভিযানে ভোক্তা আইনের ৩৮ ও ৪৪ ধারায় মেসার্স মোল্যা ট্রেডার্স ও রাইস মিলের মালিক আমিনুর রহমান মিঠুকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা আইনের ৩৭ ধারায় সাফা বিশুদ্ধ পানি সরবরাহকারি মালিক মো. মোতালেবকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


উপস্থিত ছিলেন, এছাড়া পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর