ঢাকা | বঙ্গাব্দ

চাটমোহরে ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 06-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 202682 জন
চাটমোহরে ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী জগনাথপুর স্টুডেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত, বুধবার (৫ ফেব্রুয়ারী ২০২৫) রাত নয় ঘটিকায় সময় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।



উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ তুরাপ আলী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আলাউদ্দিন প্রামানিক, জনাব আজমত মোল্লা বাবলু খান, মোঃ মোকসেদ মাস্টার শাহেদ প্রামানিক সহ আরো অনেকে। উক্ত  টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহন করেন। গত  পনেরোই জানুয়ারি ২০২৫ ইং তারিখে  টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।


ফাইনালে যে দুটি দল মুখোমুখি হয়  সে দুটি দল হচ্ছে জগন্নাথপুর একাদশ বনাম বাওই খোলা একাদশ।বিজয়ী হন  জগন্নাথপুর একাদশ  ও রানার্স আপ বাওইকোলা একাদশ। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি প্রদান করা হয় এবং সকল অংশ গ্রহনকারী দলেকে শান্তনা মুলক পুরুষ্কার প্রদান করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর