ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা ২০২৫ এর আখেরি মোনাজাত শেষে ট্রাফিক ব্যবস্থা সংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনারের ব্রিফিং

  • আপলোড তারিখঃ 02-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 218175 জন
বিশ্ব ইজতেমা ২০২৫ এর  আখেরি মোনাজাত শেষে  ট্রাফিক ব্যবস্থা সংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনারের ব্রিফিং ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

অদ্য ২রা ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা ২০২৫ এর আখেরি মোনাজাতকে কেন্দ্র করে গৃহীত  ট্রাফিক ব্যবস্থা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে  সাংবাদিকবৃন্দকে  প্রেস ব্রিফিং এর মাধ্যমে অবহিত করা  হয়। ব্রিফিং করেন গাজীপুর মেট্রোপলিট্রন পুলিশের মান্যবর কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান ।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় জানান বিশ্ব ইজতেমা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।  আখেরি মোনাজাতের দিন ভোগড়া বাইপাস থেকে ইজতেমামূখী  গণপরিবহন সমূহ  বন্ধ রাখা হয়েছে।  এ সকল যানবাহন  বিকল্প পথে  ভোগড়া বাইপাস হয়ে  মীরের বাজারের দিকে যাবে । মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি এ রাস্তায় চলাচল করবেনা। ঢাকার ভেতরে সকল যানবাহন  বিকল্প পথে  কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফুট মহাসড়কের  দিকে  যাবে এবং আশুলিয়া সড়কের গাড়ি বিকল্প পথে মিরপুর বেড়িবাঁধের দিকে যাবে।


আখেরি মোনাজাত শেষে  ধর্মপ্রাণ মুসল্লীদের সুবিধার্থে  সাময়িকভাবে বন্ধ করা   এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভার গুলো  সাধারণ জনগণের জন্য দ্রুততম সময়ের মধ্যে  চালু করার  কথাও জানান  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার।


এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল  হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর