ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার দাবি

  • আপলোড তারিখঃ 06-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 204982 জন
পাবনায় চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন  ছাত্রলীগের বিচার দাবি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও ক্ষমতাসীন আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী ও জুলাই আন্দোলনের ছাত্র-জনতা হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে "মার্চ ফর জাস্টিস” কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠন চাটমোহর সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।


বৃহস্পতিবার (৬ফেব্রয়ারি ২০২৫) চাটমোহর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ এর হাতে স্মারকলিপি তুলে দেন চাটমোহর সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুম আকাশ সঙ্গে ছিলেন কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।


এ সময় সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম আকাশ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে সকল শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক হামলা-মামলার শিকার হয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগের দোসররা প্রশাসনের আশ্রয়ে এখনও মুক্ত বাতাসে ও কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলে। ছাত্রদল শান্তি প্রিয় তাই তারা বিশৃংখলা সৃষ্টি করে না। প্রশাসন যদি তাদের বিচার না করে, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের বিচার করতে সক্ষম।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. মাসুম আকাশ,  যুগ্ম আহবায়ক মো. কায়সার আহমেদ, কলেজ ছাত্রনেতা মো. মারুফ হোসেন, মো. শাজাহান ইসলাম সাজু, মো. হাসানুর রহমান, মো. জাহিদ হাসান ও জীবন সরকার প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর