ঢাকা | বঙ্গাব্দ

প্রাক্তন শিক্ষার্থী ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ 30-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 506439 জন
প্রাক্তন শিক্ষার্থী ইফতার মাহফিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলায় শনিবার(৩০ মার্চ) বিকালে আয়োজিত সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সরফ ভাটা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দীর্ঘ বছর পর দখল মুক্ত হওয়া খেলার মাঠ কে মিনি স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে। তিনি বলেন ঐতিহ্যবাহী এই খেলার মাঠের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি সহায়তায় সরকারিভাবে মিনি স্টেডিয়ামে রূপান্তর করতে প্রস্তাব করা হয়েছে। 


প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম মুজিবুল ইসলাম সরফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন যুবলীগ নেতা মোহাম্মদ সেলিমের  সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট আবু নাসের ও আরমান ইয়াচির প্রমুখ এবং আরিফুল ইসলাম ও খোরশেদ আলম সুজন এবং নেজাম উদদীন চৌধুরি ও জহিরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও আবুল কালাম মেম্বার এবং ফজল হক সিকদার ও মোহাম্মদ আইযুব এবং সেলিম জাহাঙ্গীর সহ প্রায় দুই শতাধিক মানুষ।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর