ঢাকা | বঙ্গাব্দ

কয়রায় ২ মন হরিণের মাংস সহ ১টি নৌকা জব্দ করছে বন বিভাগ

  • আপলোড তারিখঃ 16-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 242234 জন
কয়রায় ২ মন  হরিণের মাংস সহ ১টি নৌকা জব্দ করছে বন বিভাগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা  সুন্দরবন রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন  হরিণের মাংস উদ্ধার করেছে। 


 এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায়   (১৫ জানুয়ারী) বুধবার সন্ধা ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃসাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করে। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।


খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক  মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রানী ( সংরক্ষন ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের সনাক্ত করে আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।


 ইতিমধ্যে বন বিভাগের উধর্তন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনে হরিণ শিকারীদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় এই মাংস উদ্ধার করা হয়েছে। এ সব অভিযানে বিভিন্ন সময় হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়ে থাকে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের গ্ৰেপ্তার করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর