মোয়াজ্জিনের ডাকে যেন
মোঃ আবুল কালাম আজাদ
তারিখ:- ০৭/০২/২০২৫ খ্রিঃ
মোয়াজ্জিনের ডাকে যেন
সারা দেই ভোরে,
সালাত আদায় করি
সবাই সোবেছাদেক ভোরে।
ফজর থেকে এশা যেন
যেন কাজা নাহি করি,
আল্লাহ তুমি কবুল কর
নিয়েত আমি করি।
মন ভরে দোয়া করি
অধম দিনোহীনে,
আল্লাহ তোমার দিনের
সেরা পবিত্র জুম্মার দিনে।
বাংলা সহ সারা বিশ্বে
শান্তি সুখ দেও,
তোমার দেওয়া অশান্তি সব
তুমি তুলে নেও।
শান্তি সুখের আলো আল্লাহ
দুনিয়া জুড়ে জালো,
কবর হাসরে তুমি আল্লাহ
রেখ সবার ভালো।
আমি অধম নাদান কালাম আল্লাহ
তোমার দরবারে দুই হাত তুলে
করছি করজোড়ে মিনতি,
আমার জীবনের সকল প্রকার
পাপ গুনা সব মাফ করে আল্লাহ
তুমি শেষ বিচারের করিও আমায়
তোমার শ্রেষ্ঠ জান্নাতি।