ঢাকা | বঙ্গাব্দ

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতি লঞ্চে ৪ জন আনসার সদস্য মোতায়েন

  • আপলোড তারিখঃ 16-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80062 জন
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতি লঞ্চে ৪ জন আনসার সদস্য মোতায়েন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী। জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, জাতীয় নিরাপত্তা সহায়তা এবং দুর্যোগকালীন সহায়তা প্রদানে সর্বদা নিবেদিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


সময়ের পরিক্রমায় নিজেদের সক্ষমতা ও পেশাদারিত্বের মাধ্যমে অর্জন করেছে মানুষের আস্থা ও ভালোবাসা। সেই সাথে বেড়েছে দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা। এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতে এবং নৌপথে নিরাপত্তা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে

আজ রোববার (১৬ মার্চ) থেকে প্রতিটি লঞ্চে ৪ জন আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থা নৌপথ এবং লঞ্চ টার্মিনালে নৌবাহিনীসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি ঈদের পরের দুই দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে ৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ বছর আনুমানিক ২৫ লক্ষ যাত্রী নৌপথে বাড়ি ফিরবেন বলে ধারণা করা হয়; যা মোট যাত্রীর ১৫ শতাংশের অধিক।


এই  ২৫ লাখ মানুষের সিংহভাগ বৃহত্তর বরিশাল অঞ্চলের যাত্রী। বাকি যাত্রীরা যাবে চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ ও নোয়াখালীর হাতিয়াসহ অন্যান্য এলাকায়।



ঈদযাত্রায় নৌপথে ঘরমুখী এই বিপুল সংখ্যক মানুষকে প্রিয়জনের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জ, গজারিয়া-মুন্সিগঞ্জ, চাঁদপুর ও বরিশাল-ভোলা নৌপথ এবং সারাদেশের ৩১টি নৌপথে শ্রমিক ও যাত্রীদের ডাকাতি, চাঁদাবাজি এবং হয়রানি ও ভয়ভীতি প্রতিরোধে নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, নৌ পুলিশ এবং কোস্টগার্ড কর্তৃক নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।



বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় আসছে ঈদুল ফিতরে নৌপথে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সততা, সাহসিকতা ও আন্তরিকতার সাথে সর্বোচ্চ পেশাদারীত্বে নিজেদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর