ঢাকা | বঙ্গাব্দ

ওয়াজ মাহফিলে আওয়ামী লীগ নেতার নাম না দেয়ায় বৃদ্ধকে মারধর ও দাড়ি ছিড়ে ফেলার অভিযোগ

  • আপলোড তারিখঃ 09-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 202343 জন
ওয়াজ মাহফিলে  আওয়ামী লীগ নেতার নাম না দেয়ায় বৃদ্ধকে মারধর ও দাড়ি ছিড়ে ফেলার অভিযোগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ময়নার চওড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ আবুল কালাম (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।আহত আবুল কালাম ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।


গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়নার চওড়া হাফিজিয়া মাদ্রাসার পেছনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৪ সালে ওই মাদ্রাসার ওয়াজ মাহফিলের মাইকিং ও ব্যানারে আওয়ামী লীগ নেতার নাম না রাখায় মাদ্রাসার পরিচালককে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন শহিদুল ইসলাম ডিলার নামে এক ব্যক্তি।



এরই জের ধরে গত ৫ ফেব্রুয়ারি মাদ্রাসার ওজুখানার পানি ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ইসলামের সহযোগী রুস্তম আলীর সঙ্গে মাদ্রাসার পরিচালকের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে প্রধান শিক্ষক আব্দুর রহিমও হামলার শিকার হন। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করে।


এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মাদ্রাসার পক্ষে বিভিন্ন সময় প্রতিবাদ করায় বিবাদী রুস্তম আলী ও মনির মিয়ার নেতৃত্বে পাঁচজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বৃদ্ধ আবুল কালামের ওপর হামলা চালায়।তিনি নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদ্রাসার পেছনের রাস্তায় হামলাকারীরা তাকে প্রতিহত করে মারধর করে। একপর্যায়ে তাকে রক্তাক্ত জখম করা হয় এবং তার দাড়ি ছিঁড়ে ফেলা হয়।আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


এ ঘটনায় আহতের ছেলে শরীফ মিয়া বাদী হয়ে মনির হোসেন, ইদ্রিস আলী, শহিদুল ইসলাম ডিলারসহ পাঁচজনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর