ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে সফল জননী হিসেবে জয়িতা সম্মাননা পেলেন ফাতেমা বেগম

  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 121542 জন
নরসিংদীর শিবপুরে সফল জননী হিসেবে জয়িতা সম্মাননা পেলেন ফাতেমা বেগম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা পর্যায়ে ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন ফাতেমা বেগম।


শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাকে এই সম্মাননা দেওয়া হয়। উপজেলা পর্যায়ে ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হারিস রিকাবদার  কালা মিয়া স্যারের স্ত্রী ফাতেমা বেগম। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে বিসিএস ক্যাডার হয়ে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।


বড় মেয়ে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সহযোগী অধ্যাপক নীগার লায়লা নীলা, দ্বিতীয় ছেলে  নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর), ঢাকা এর অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহম্মদ তারেক রিকাবদার নিপুণ, তৃতীয় ছেলে পুলিশ সুপার, ডিটেকটিভ ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, চতুর্থ মেয়ে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।


 উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ফাতেমা বেগম এর হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননা সনদ তুলে দেন। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ ও মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর