ঢাকা | বঙ্গাব্দ

ব্যাংকের হাট কো-অপারেটিভ হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 11-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 197211 জন
ব্যাংকের হাট কো-অপারেটিভ হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলার পশ্চিমের সনামধন্য বিদ্যাপীঠ ব্যাংকের হাট কো-অপারেটিভ হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রবিবার  (০৯ ফেব্রুয়ারী ) বিদ্যালয়ের মাঠে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা বিএনপির আহ্বায়ক, ভোলা জেলা বিএনপির ও সদস্য, ও জাতীয় নির্বাহী কমিটির  আলহাজ্ব গোলাম নবী আলমগীর।


 উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.হাসান’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়,এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের হাট হাইস্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক’সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



এরপর বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন মার্চ পাস্ট ক্রীড়া প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করে। পরে ক্রীড়া প্রতিযোগীতার বিশেষ আকর্ষন মশাল দৌড় সকলের নজর কাড়ে। এরপর প্রতিযোগীতার মূল পর্ব বিভিন্ন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের অংশগ্রহন শুরু হয়ে তা টানা দুপুর পর্যন্ত চলে।



বিকেলে দ্বিতীয় অধিবেশনে হয় আকর্ষনীয় প্রতিযোগীতা যেমন খুশি, তেমন সাজো। এর পর পরই শুরু হয় পুরস্কার বিতরণী।


বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয় । প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর