ঢাকা | বঙ্গাব্দ

পাবনার চাটমোহরে বাড়ছে তামাক চাষের আগ্রহ

  • আপলোড তারিখঃ 13-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 191913 জন
পাবনার চাটমোহরে বাড়ছে তামাক চাষের আগ্রহ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনার চাটমোহর উপজেলায় বিভিন্ন গ্রামে চাষীদের  বাড়ছে তামাক চাষের আগ্রহ।


চাটমোহর উপজেলায় বিভিন্ন গ্রামে গ্রামে তামাক চাষ করা শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা মিললো চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়োইকোল কেয়ার সড়ক সংলগ্ন জমিতে সারি সারি তামাক গাছ।


এ ছাড়া হরিপুর ইউনিয়নের আগ সোয়াইল গ্রামেও তামাক চাষ করা শুরু হয়েছে। সেখানে তামাক শুকানো ও সংরক্ষণের জন্য বিশেষ ধরনের ঘর তৈরি করা হয়েছে। দীর্ঘদিন আগে চাটমোহর উপজেলায় তামাক চাষ করা হলেও মাঝে ষোল বছর তামাক চাষ বন্ধ ছিলো। অনেক দিন পরে আবার তামাক চাষের দেখা মেলায় অনেকেই হতবাক! যেখানে তামাকের প্রতি অনীহা সৃষ্টি করতে তামাক জাত দ্রব্যের মুল্য বৃদ্ধি করা হচ্ছে অথচ সেই তামাকই চাষের দিকে মানুষ ঝুঁকছে।


বর্তমানে অনেকেই তামাক চাষে উৎসাহিত হচ্ছেন এ বিষয়ে কথা হয় পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর সাথে, তিনি বলেন, কিছু মানুষকে এক শ্রেনীর সুবিধা বঞ্চিত কৃষকদেরকে লোভ দেখিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করছে মোটা অংকের দাদন(অগ্রিম টাকা) দিচ্ছে।


পরিবেশ ও সমাজের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে তামাকজাত পণ্য দ্রব্য সুবিধা বঞ্চিত কৃষকেরা তা না বুঝে কিছু বাড়তি লাভের জন্য তামাক চাষের দিকে ছুটছেন। তিনি আরো বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সরকারি পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে এসে জনসচেতনতা বোধ সৃষ্টি করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর