রক্তদানের সচেতনতা মাদ্রাসা ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের রাযযাকিয়া কারিমিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি কর্তৃক আয়োজিত ২৭( এপ্রিল) ২৪ রোজ শনিবার, সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়, এতে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার জনাব হৃদয় মিয়া। তিনি বলেন আমরা নান্দাইল উপজেলার মানুষের রক্তের চাহিদা পুরণ করতে বদ্ধপরিকর, তাই আজ একটি গ্রামিণ আবহে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে চলে আসছি।
আয়োজনে দেখা যায় মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের রক্তের গ্রুপ জেনে নিচ্ছে, এবং তাদের পাশাপাশি গ্রামের অনেক লোককেও রক্তের গ্রুপ জানতে চলে আসতে দেখা গেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার জনাব বরকত উল্লাহ, জনাব মুজাহিদুল ইসলাম ইয়ামিন, জনাব সামিউল হাসান, জনাব মাহমুদুল রহমান জিসান, জনাব কামরুল ইসলাম, জনাব রিফাত হাসান সহ আরো অনেকে।