মানবতার কল্যানে, এগিয়ে আসুন রক্তদানে। এই স্লোগান কে সামনে রেখে রক্তদানে আমাদের করিমগঞ্জ এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অংশ গ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারী ২০২৫ইং শনিবার দুপুর ২ ঘটনায় করিমগঞ্জ সরকারি কলেজ হল রুমে আল মুবিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইন্জিনয়ার মুস্তাফিজুর রহমান, প্রধান উপদেষ্টা রক্তদানে আমাদের করিমগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ উপদেষ্টা সাংবাদিক মোঃ সাদেক আহম্মদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী উপদেষ্টা প্রভাষক জহিরুল ইসলাম জীবন। প্রধান পরিচালক জনাবা ফারিয়া হোসেন মীম। সাধারণ সম্পাদক জনাব মোঃ মোবারক।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত হয়, তার পাশাপাশি মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করার আহবান করেন বক্তারা।
আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুন্নেসা,সহ প্রচার সম্পাদক জান্নাত ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান,ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক নাঈম,ক্রীড়া বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ রাফসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কেফায়েতুল্লাহ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক লাবণ্য আক্তার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির,রক্তদান বিষয়ক সম্পাদক ফাইজুল করিম এবং কার্যকারী সদস্য মুজিবুর রহমান।