ঢাকা | বঙ্গাব্দ

চারুকলার রঙে ইবিতে বসন্ত উৎসব উদযাপন

  • আপলোড তারিখঃ 16-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 186906 জন
চারুকলার রঙে ইবিতে বসন্ত উৎসব উদযাপন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ঋতুরাজ বসন্তকে স্মরণ করে বসন্ত উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারকলা বিভাগ। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উৎসব হয়। এসময় বিভাগটির শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।


উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এবিষয়ে আয়োজকরা বলেন, শীতের জীর্ণতা শেষে প্রকৃতি সাজে নতুন রুপে। পলাশ, শিমুল কাঞ্চনসহ নানা ফুলে বাহারি রঙ আর কোকিলের কুহু কুহু গানে মুখরিত থাকে চারপাশ। সেই ঋতুরাজ বসন্তকে স্মরণ করেই আজকের এই আয়োজন।


উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। তাই এই প্রত্যাশা করি আমাদের হৃদয় শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক।




মানিক হোসেন 

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মোবাইল: ০১৫৬৭-৯১০৪২৭ 

তারিখ: ১৬.০২.২০২৫


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর