ঢাকা | বঙ্গাব্দ

দেবহাটায় এ্যাডভোকেসী মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ 09-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 490203 জন
দেবহাটায় এ্যাডভোকেসী মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দেবহাটায় সরকারি, বে-সরকারি কর্মকর্তা, সিএসও, এলই, এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এ্যাডভোকেসী মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) উপজেলা মডেল মসজিদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার  অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চলনায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, প্রাণীসম্পদ দপ্তরের ডাঃ শরিফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ব্রেকিং দ্যা সাইলেন্স এর ম্যানেজার মেহেদী হোসেন, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু এমরান হোসেন, সুশীলনের সিডিও মিজানুর রহমান প্রমুখ।


উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত রায়, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয় কুমার ঘোষ, উপজেলা সিএসও প্লাটফর্মের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক ও দেবহাটা প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি সহ সরকারি, বে-সরকারি কর্মকর্তা, সিএসও, এলই, এনজিও প্রতিনিধিগন।



নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর