বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শৃঙ্খলা ও নিরাপত্তায়, দুর্যোগ মোকাবেলায়, গ্রামীণ উন্নয়নে এবং দেশের প্রান্তিক পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। বাহিনীর প্রতিটি সদস্য দেশ সেবার ব্রত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ,গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ হতে ২৪ ঘন্টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য অর্জন সমূহ-
১। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা ৭টা ১৫ ঘটিকায় ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল হতে কর্তব্যরত আনসার সদস্যরা একজন মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। পরবর্তীতে আটককৃত মাদকসেবীকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
২। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ইউএনও গার্ডে কর্মরত আনসার সদস্যদের অংশগ্রহণে ফসলি জমি হতে অবৈধভাবে মাটি চুরির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ০১ (এক)টি এস্কেভেটর ও ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত এস্কেভেটর ও ট্রাক ছাগলনাইয়া উপজেলা কার্যালয়ে জমা করা হয়।
৩। রবিবার ভোর ৫টা ৩০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হতে রোগীর মোবাইল চুরি করে পালানোর সময় একজন চোরকে হাতেনাতে আটক করে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা। পরবর্তীতে আটককৃত চোরকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।
৪। ১৬/০২/২০২৫ খ্রি. তারিখে সকাল আনুমানিক ১১ ঘটিকায় বাগেরহাট রামপাল বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোঃ (প্রোঃ) লিঃ এর গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি চুরি কালে একজন চোরকে আটক করে উক্ত গার্ডে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে আটককৃত চোরকে সংস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।