ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে যুবদল নেতা আটক

  • আপলোড তারিখঃ 21-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 306646 জন
কিশোরগঞ্জে যুবদল নেতা আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ কিশোরগঞ্জ জেলার  বাজিতপুর উপজেলার যুবদলের আহ্বায়ককে আটক করে আইনশৃঙ্গলা বাহিনী৷ জানা যায়

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্রসহ উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে আটক করা হয়েছে।গ্রেপ্তারের  খবর পেয়ে তাকে বহিষ্কার করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার গভীর  রাতে যৌথবাহিনী উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর এলাকায় বিষেশ অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানান বাজিতপুর থানার ওসি মুরাদ হাসান।

জানা যায় বুধবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানান কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ।

দীর্ঘদিনধরে আবুল খায়েরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ এনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নির্দেশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে ওসি মুরাদ হাসান বলেন, মঙ্গলবার রাতে সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে একটি দেশি বন্দুকসহ আবুল খায়েরকে আটক করা হয়। পরবর্তীতে তাকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর