ঢাকা | বঙ্গাব্দ

ইবি গবেষণা সংসদের নবীন বরণ ও গবেষণা কর্মশালা

  • আপলোড তারিখঃ 17-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 184449 জন
ইবি গবেষণা সংসদের নবীন বরণ ও গবেষণা কর্মশালা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদের নবীন বরণ ও গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় ড. এম.এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর  (গ্যালারি) রুমে এটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের গবেষণাভীতি কাটানোর জন্য এ আয়োজন সংগঠনটির।


সংগঠনটির সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোছাইন,  চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান এবং সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন জুয়েল।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গবেষণা সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের এর প্রতিষ্ঠাতা এস এম সাদেক এবং আইআইডি এর রিসার্চ অ্যাসোসিয়েট মুহাম্মদ তানবীরুল ইসলামসহ প্রায় দুই শতাধিক নবীন সদস্য।


সংগঠনটির সদস্য নাদিয়া নদী ও আসাদ সাদিক'এর  সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমাংশে নবীন সদস্যদের বরণ এবং দ্বিতীয়াংশে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় মুখ্য আলোচক বিভিন্ন রিসার্চের সংজ্ঞা, লেখনীর প্রভাব, ভবিষ্যৎ এবং এ সেক্টরে কতটুকু অবারিত সুযোগ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ছাত্রজীবন থেকে রিসার্চ ভীতি দূর করার মাধ্যমে গবেষক হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন প্রধান আলোচক। 


একুশ শতকের রিসার্চ লিডারশিপ বিষয়ে বক্তৃতায় বাংলাদেশ গবেষণা সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা এস এম সাদেক বলেন, ২০১৬ সাল থেকেই আমরা দেশে 'গবেষণা আন্দোলন' শুরু করেছিলাম। সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিলো দেশের তরুণদের মাঝে নৈতিক ভিত্তি শক্তিশালী করা। সেই সাথে সৃজনশীল, উদার, সহিঞ্চু তারুণ্যের কমিউনিটি তৈরি করা৷ যারা দেশের গুণগত মানোন্নয়নে নেতৃত্বের আসনে আসবে। যাদের হাত ধরে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্ন্যাক্স ও অংশগ্রহণ সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


নবীন বরণ ও কর্মশালার বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি সানোয়ার হোসেন বলেন, গবেষণার আলোয় আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। নবীনদের উৎসাহিত করা, গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বিকাশের জন্য আমরা নিয়মিত গবেষণা-কেন্দ্রিক কর্মশালা, সভা ও সেমিনারের আয়োজন করছি। আজকের এই আয়োজনও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।


প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, গবেষণা মানুষের চিন্তার দুয়ার উন্মুক্ত করে দেয়। তাই প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।



মানিক হোসেন 

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

ফোন:০১৫৬৭-৯১০৪২৭

তারিখ:১৭-২-২০২৫


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর