্বিগত আওয়ামী লীগ সরকারের জন গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন মন্ত্রী ও এমপি জনাব ফরহাদ হোসেন দুদুল পত্নী সৈয়দা মোনালিসা রহমান কে গতকাল রাত ১১ টায় ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সৈয়দা মোনালিসা রহমানের বিরুদ্ধে মেহেরপুর জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের করা একটি নাশকতা মূলক মামলায় তিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার পূর্বক সৈয়দা মোনালিসা রহমানকে নিয়ে আইন প্রকারী সংস্থা ঢাকা হইতে আসামী বহনকারী প্রিয়জন ভ্যানে করিয়া গতকাল রাত্রেই মেহেরপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়ে মেহেরপুর সদর থানায় আজ সকালে এসে পৌঁছান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সাবেক মন্ত্রী ও এমপি প্রত্নীকে যথাযথ আইনিক প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও থানায় কর্তব্যরত পুলিশ সদস্যবৃন্দুর সমন্বয়ে যথাযথ আইনিক প্রক্রিয়া শেষ করে সাবেক এই মন্ত্রী পত্নীকে গ্রেফতার দেখিয়ে তিনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহকারে আজ দুপুর ১২ টার সময় মেহেরপুর থানা হইতে প্রিয়জন ভ্যানে তুলে সৈয়দা মোনালিসা রহমানকে জেলা জজকোট আদালতে নিয়ে আসা হয় এবং জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ-র আদালতে আসামি গ্রেপ্তারপূর্বক হাজিরা দেখানো হয়।
মেহেরপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামী সৈয়দা মোনালিসা রহমানকে তিন দিনের ডিমান্ড মঞ্জুর করিয়া জেল হাজতে প্রেরণ করেন এবং পরবর্তীতে মেহেরপুর জেলা কারাগারে তিনাকে আটক রাখা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে,আওয়ামী লীগ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর সদর ও মুজিবনগর সংসদীয় আসনের এমপি জনাব ফরহাদ হোসেন দুদুল কে গত দুইমাস আগে ঢাকার এই ইস্কাটন এলাকা থেকেই গ্রেফতার করা হয়।
সাবেকে এই মন্ত্রী ও এমপির বিরুদ্ধে ঢাকার আদাবর এলাকায় একটি হত্যা ও নাশকতামূলক মামলা এবং মেহেরপুর জেলায় দুইটি হত্যা মামলা ও সরকারী বিভিন্ন মালামাল অবৈধভাবে গোপন করে রাখার অভিযোগে একটি মামলা সহ মোট চারটি মামলা করা হয়েছে এবং এ-ই চারটি মামলায় জনাব ফরহাদ হোসেন দুদুল বর্তমানে আসামী হিসেবে মেহেরপুর জেলা কারাগারে আটক অবস্থায় রয়েছে।