ঢাকা | বঙ্গাব্দ

খু্লনায় অবৈধ র‌্যাফেল ড্রর ফলে অভিযানে ৩৬ জন আটক

  • আপলোড তারিখঃ 04-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 258064 জন
খু্লনায় অবৈধ র‌্যাফেল ড্রর ফলে অভিযানে ৩৬ জন আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা  নগরীতে অবৈধ জুয়া/র‌্যাফেল ড্র এর বিরুদ্ধে  মহানগরীর মেট্রো পলিটন পুলিশে অভিযান পরিচালনা করে। 


 উক্ত অভিযানে অবৈধ জুয়া/ র‌্যাফেল ড্র এর নামে টিকেট বিক্রি করার সময় বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে আটক করা হয়। 


তাদের নিকট থেকে ৭ টি ইজিবাইক, ৭ সেট মাইক, ৮ টি টিনের ছোট ড্রাম, বিভিন্ন রংয়ের ১২ বান্ডেল ও খোলা ২৫৫৭ টি টিকেট এবং টিকেট বিক্রিত নগদ ১৭১৮০ টাকা উদ্ধার করা হয়। 


আটক সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে কেএমপি অধ্যাদেশ ৯৫ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর