ঢাকা | বঙ্গাব্দ

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 179151 জন
ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

‘ধান-নদী-খাল, ইলিশের নিবাস বরিশাল’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। এসময় নবীনদের বরণ, প্রবীণদের বিদায়, স্মৃতিচারণ, নিজ জেলা ব্রান্ডিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 


সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে অতিথি ছিলেন ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.রুহুল আমীন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ মাহবুবুর ও ড. একেএম শামছুল হক, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লাহ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদসহ ইবিতে কর্মরত বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হাদীসহ ইবিস্থ বরিশাল বিভাগের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মাহমুদ বলেন, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এটি সুনামের সাথে কার্যক্রম করে আসছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় এ সংগঠন এগিয়ে যাবে। আমরা আরো কিছু প্রোগ্রামের চিন্তা করছি। শীগ্রই সেগুলো আয়োজন করবো আমরা।



মানিক হোসেন 

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর