ঢাকা | বঙ্গাব্দ

কয়রায় বন বিভাগের অভিযানে ৯০ কেজি হরিণের মাংস ও একটি নৌকা জব্দ

  • আপলোড তারিখঃ 20-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 174665 জন
কয়রায় বন বিভাগের অভিযানে ৯০ কেজি হরিণের মাংস ও একটি নৌকা  জব্দ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ( ২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টায়   সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ৯০ কেজি  হরিণের মাংস জব্দ করেছে। 


এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  জানা গেছে  খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান ও বন প্রহরী ছানা রঞ্জন পালের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের ছেড়ারখাল এলাকা হতে এই হরিণের মাংস জব্দ করা হয় । 


অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে যায়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম  বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে কয়রা  আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর