নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৭ টার দিকে শিবপুর- জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।