ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দরে নেমেই আওয়ামী লীগ নেতা সাদ্দাম কট

  • আপলোড তারিখঃ 28-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 224541 জন
বিমানবন্দরে নেমেই আওয়ামী লীগ নেতা সাদ্দাম কট ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আটক হন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। গতকাল সোমবার রাতে তাকে আটক করে করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে তাকে কুমিল্লার দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্ত করলে তারা গ্রেপ্তার দেখিয়েছে।


গ্রেপ্তার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার বাসিন্দা। তিনি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।



দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।



প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলশিক্ষার্থী সাব্বির হোসেন হত্যা মামলার আসামি সাদ্দাম হোসেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর