ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের এর নেতৃত্বে অভিযান অস্ত্র গুলি ও ম্যাগাজিন সহ দুইজন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 24-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 168943 জন
নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের এর নেতৃত্বে অভিযান অস্ত্র গুলি ও ম্যাগাজিন সহ দুইজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলের লোহাগাড়া পুলিশের অভিযানে ছয় রাউন্ড গুলি একটি ম্যাগাজিন ও একটি নাইন এম এম বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান।


সোমবার (২৪ ফেব্রুয়ারি)  লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমানের এর নেতৃত্বে, এসআই (নিঃ) সুমন হওলাদার এর নেতৃত্বে এসআই (নিঃ) মাসুদুর রহমান ও এএসআই (নিঃ) ইলিয়াস ব্যাপারি সঙ্গীয় ফোর্সসহ ডেভিল হান্ট, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপনসূত্রে জানতে পারে লোহাগড়া থানার পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের কুন্দসী গ্রামের জনৈক মোঃ খলিলুর রহমান এর বসত বাড়ীর পশ্চিম পাশে মেহগনি বাগানে কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।


উক্ত সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে আসামীদ্বয় দৌড়ে পালোনোর চেষ্টা কালে লোহাগড়া থানা পুলিশ আসামি বাবুল শেখ ধলা বাবুল (৪২) বিপুল শেখ (৩৫), উভয় পিতা- দেলোয়ার শেখ, সাং- মঙ্গলহাটা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে আটক করে। ঘটনাস্থলে সাক্ষিদের উপস্থিতে  বাবুল শেখের দেহ তল্লাশী করে ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ একটি 9MM  বিদেশী পিস্তল জব্দ করা হয়। উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, বাবুল শেখের বিরুদ্ধে ১৪টি মাদক মামলাসহ সর্বমোট ১৭টি মামলা এবং তার ভাই বিপুল শেখের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আসামীদ্বয় এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিতি আছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র সার্বিক দিকনির্দেশনায় আরো অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত আছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর