ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ ফাঁপোর ইউনিয়ন এর আহব্বায়ক কমিটি গঠিত

  • আপলোড তারিখঃ 26-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 161823 জন
বাংলাদেশ  যুব অধিকার পরিষদ ফাঁপোর ইউনিয়ন এর আহব্বায়ক কমিটি গঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শখার আওতাধীন ১নং ফাঁপোর ইউনিয়ন এর ২০ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি  তিন (০৩) মাসের জন্য ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি ইসরাফিল আলম ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ (আকাশ) ২৬/০২/২০২৫ইং তারিখে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাহিদ হাসান কে আহ্বায়ক ও রাজন শেখ কে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। 


কমিটির কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন সেবা ইসলাম, আলবাব কবির, রোহান প্রামানিক, মুরাদ হোসেন, শুভ প্রামানিক, ইমরান ফকির,  রাহাত বাবু,  ছোয়াত আলী, মোস্তাফিজুর রহমান, সানোয়ার হোসেন, সিয়ান বাবু, রাহাত ইসলাম মুরশিদ,  নুর মোহাম্মদ,  আনোয়ার হোসেন, হৃদয়, রাব্বি প্রামানিক, আফফান হোসেন মারুফ, আলিফ শেখ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর