ঢাকা | বঙ্গাব্দ

ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোর নিহত

  • আপলোড তারিখঃ 13-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 193923 জন
ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোর নিহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate
  • ভোলায় রা‌তের আধাঁ‌রে গরু চু‌রির অ‌ভি‌যো‌গে দুই যুবক গণ‌পিটু‌নি‌তে নিহত হ‌য়ে‌ছেন। নিহতরা হ‌লেন-  নয়ন  (২৬) ও মো: আ‌মির হো‌সেন (২৭)। এদর ম‌ধ্যে নয়ন তজুম‌দ্দিন উপ‌জেলার বা‌লিয়া কা‌ন্দি গ্রা‌মে বা‌সিন্দা ও আ‌মির হো‌সের বোরহানউ‌দ্দির উপ‌জেলার খাসমহল এলাকার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

আজ বৃহস্প‌তিবার ভো‌র রা‌তের দি‌কে জেলার তজুম‌দ্দিন উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের চাপ‌ড়ি নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

পু‌লিশ ও স্থানীয়রা জানান,  আজ ভোর রা‌তের  দি‌কে সোনার ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের চাপ‌ড়ি এলাকার আব্দুল খা‌লে‌কের বা‌ড়ি‌তে থে‌কে গরুর চু‌রির সময় হা‌তেনা‌তে ধ‌রা  ওই দুইজন‌। প‌রে গরুর মা‌লিক আব্দুল খা‌লে‌কের প‌রিবা‌রের ডাক‌চিৎক‌ি‌রে  স্থানীয়রা ছু‌টে এ‌সে নয়ন ও আ‌মির হো‌সেন‌কে গণ‌পিটু‌নি দেন। এ‌তে ঘটাস্থ‌লেই তাদের দ'জনের মৃত্যু হয়। ত‌বে নিহত দুইজন পেশাদার গরু চোর ব‌লেও দাবী ক‌রেন স্থানীয়রা।

তজুম‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো:  আবদুল্লা আল মামুন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বাসস'কে জানান, খবর পে‌য়ে সকা‌লের দি‌কে নিহত‌দের লাশ আমরা তজুম‌দ্দিন হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। লাশ ময়না তদ‌ন্তের জন‌্য ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এছাড়াও পু‌রো বিষয়‌টি তদন্ত চল‌ছে ব‌লে জানান তি‌নি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর