ঢাকা | বঙ্গাব্দ

গভীর রাতে ডাকাতি প্রস্তুতি কালে ৩ ডাকাত গ্রেফতার

  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 122640 জন
গভীর রাতে ডাকাতি প্রস্তুতি কালে ৩ ডাকাত গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বগুড়া সদরের বারপুর ফ্লাইওভারের নিচে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রে প্তা র করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোররাতে উপশহর  পুলিশ ফাঁড়ির অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), ২. মো. আরিফ (৩০), মো. রাজিব খান (৩৪)।


গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্টেপ ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সোহাগ ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।


অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর