২৮ জানুয়ারি মঙ্গলবার ভারত-বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধমনিষা,সাতকানিয়া-লোহাগাড়া-চন্দনাইশ ভিক্ষু সমিতির সভাপতি, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, ভান্ডারগাঁও তিরতন বিহারের আধুনিক রুপকার,সাহিত্য বিনোদ, ত্রিপিটক বিশারদ পন্ডিত প্রয়াত শ্রীমৎ পূর্ণানন্দ মহাস্থবির ( গুরুভান্তের) ২৫ তম স্মৃতি বার্ষিকী। এ উপলক্ষে ভান্ডারগাঁও তিরতন বিহারের প্রাঙ্গণে বিহার পরিচালনা কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচীর আয়োজন করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন।এবং নবশক্তি সংঘের উদ্যোগে অষ্টবিংশতি বুদ্ধ ও সীবলী পুজা ।
মহান পূন্যময় অনুষ্টানে সভাপতিত্ব করবেন সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি’র প্রধান উপদেষ্টা সৌম্য সারথী ভদন্ত শাসনমিত্র মহাথের মহোদয়। অনুষ্ঠানে পন্ডিত পূর্নানন্দ মহাথেরো মহোদয়ের উদ্দেশ্য স্মৃতিচারনসহ পূণ্যার্থীদের উদ্দেশ্য বিশ্ব শান্তি মঙ্গল কামনায় স্বধর্ম দেশনা করেন প্রাজ্ঞ ভিক্ষুসংঘ।
উল্লেখ্য যে,পুজ্য গুরুভন্তে ছিলেন ভারত-বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ মনিষা, বৌদ্ধসমাজের গৌরবকুল রবি । তিনি আমাদের শ্রদ্ধার্ঘ্য লোকোত্তর মহামানব। যা অপ্রমেয় গুণবৈশিষ্ট্যে অবদান রেখে গেছেন আমাদের বৌদ্ধ সমাজে।
এই পরম শ্রদ্ধেয় কল্যাণমিত্র কে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর অশেষ গুণ স্মৃতিচারণ করা ও কৃতজ্ঞশীল হয়ে তাঁর প্রতি নম্য অনুশীলন। তাই আসুন, আমরা সকলে এই মহানগুরু পুজ্য গুরুভন্তেকে ২৫তম স্মৃতি বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করি এবং প্রকৃত সুখী হতে চাইলে অবশ্যই পঞ্চশীলসহ শ্রদ্ধেয় গুরুভন্তের নীতি আদর্শগুলো পালন করতে হবে। তাহলে এই ভারত-বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ মনিষা অমোহ গুণ চির ভাস্বর, চির উজ্জ্বল হয়ে থাকবে ভক্তদের মাঝে।
এছাড়াও পুজনীয় ভিক্ষুসংঘ এবং বিহার পরিচালনা কমিটি, নবশক্তি সংঘ,গ্রামবাসী ও পূণ্যার্থীরা ফুলে ফুলে শোভিত করে পন্ডিত পূর্ণানন্দ মহাস্থবিবের স্মৃতি মন্দিরে শ্রদ্ধা নিবেদন করেন।